উখিয়া ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়লো ৪ শতাধিক বাড়ি: শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আনুমানিক চার শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে লম্বাশিয়া ক্যাম্পের সি ব্লকে আগুনের সুত্রপাত হয়। কোথায় থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ এক রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আর কয়েকজন আহত হয়েছে এবং বেশকিছু ঘরবাড়ি পুড়ে গেছে।

তবে এই অগ্নিকাণ্ডে অন্তত: চারশো ঘরবাড়ি পুড়ে গেছে বলে
জানিয়েছে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আরো চার জন আহত হয়েছে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm