চট্টগ্রামে শিল্পকলা একাডেমিতে ‘শরৎ উৎসব ১৪৩২’

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন নান্দনিক চট্টলার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘শরৎ উৎসব ১৪৩২’। অনুষ্ঠানে নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ইলিয়াছ রিপনের তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ইসমত আরা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি ঝুম বৃষ্টি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যারীন সুবাহ্। সাংস্কৃতিক আয়োজনের নেতৃত্ব দেন সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কণ্ঠশিল্পী মৗ চৌধুরী।

শরৎ উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচীন বাংলা লিমিটেড ও গ্রীন শিফা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হাসেন, প্রাচীন বাংলা গ্রুপ ও গ্রিন শিফা হাসপাতালের চেয়ারম্যান মাঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী, ‘আমাদের আলোকিত সমাজ’ ও মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এ আর কামরুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের সেক্রেটারি ও খুলশী চাইল্ড গ্রামার কেজি স্কুলের অধ্যক্ষ লায়ন লুভনা হুমায়ুন সুমি।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন কাজী সাহাব উদ্দিন, জসীম উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, আবু তাহের চৌধুরী, মাহবুবুর রহমান সাগর, মো. আব্দুর রাজ্জাক ও আফরোজা সুলতানা পূর্ণিমা। এছাড়া চিত্রাংকন উদযাপন কমিটির মহাসচিব শেখ ইমরান হোসেন, প্রাচীন বাংলা লিমিটেডের প্রধান সমন্বয়কারী লায়ন মাহতাব উদ্দিন, জনপ্রিয় কণ্ঠশিল্পী পলি শারমিন ও অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগম বক্তব্য প্রদান করেন।

উৎসবে শরতের গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে পুরো শিল্পকলা একাডেমি মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথি নিয়াজ মোহাম্মদ খান বলেন, ‘শরৎ উৎসব ও বর্ষবরণ উৎসব বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রাণ ও স্পন্দন এই সংস্কৃতিকে ধারণ করে এবং দেশের উন্নতির চরম শিখরে পৌঁছানোর শক্তি যোগায়।’

ksrm