এবার পাহাড়তলীর কারখানায় মিললো কুকি-চিনের ইউনিফর্ম, তৃতীয় দফায় উদ্ধার ১৫ হাজার

একদিনের ব্যবধানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এনিয়ে মে মাসেই পৃথক তিন অভিযানে কুকি-চিনের মোট ৪৬ হাজার পিস ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তবে বরাবরের মতো এবারও এ বিষয়ে কথা বলতে নারাজ পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার একটি পোশাক কারখানা থেকে এসব পোশাক জব্দ করা হয়।

এ ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ‘রিংভো অ্যাপারেলস’র এমডি মতিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সোমবার চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়।

এর আগে ১৭ মে ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। সব মিলিয়ে গোয়েন্দা পুলিশ তিনটি পৃথক অভিযানে কুকি-চিনের মোট ৪৬ হাজার পিস পোশাক জব্দ করে।

পুলিশের করা মামলায় বলা হয়েছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লা সিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে তৈরির অর্ডার নেন। চলতি মাসে সেগুলো সরবরাহের কথা ছিল।

এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মংহ্লা সিন মারমা নামে আরও একজনকে আসামি করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm