পার্কভিউ ক্যাথল্যাবের ৩ হাজার সফল কেস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ ক্যাথল্যাবের ৩০০০টি সফল কেস সম্পন্ন হওয়ার এক বিশেষ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) পার্কভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে ‘পার্কভিউ ক্যাথল্যাবের ৩০০০টি কেস সম্পন্নের গৌরবময় মাইলফলক উদযাপন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পার্কভিউ ক্যাথল্যাবের ৩ হাজার সফল কেস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার 1

সেমিনারে স্বাগত বক্তব্য দেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম আলম সাদী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হৃদরোগ বিশেষজ্ঞ হাফেজ ডা. মো. মুজিবুল হক।

পার্কভিউ কার্ডিয়াক কেয়ারের ওভারভিউ তুলে ধরেন চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল।

ইন্টারভেনশনাল কার্ডিয়াক কেয়ারের চট্টগ্রাম প্রেক্ষাপট উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেলের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম।

পার্কভিউ ক্যাথল্যাবের পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।

ডা. এটিএম রেজাউল করিম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে রোগীদের সর্বোচ্চ মানের হৃদরোগ চিকিৎসা প্রদান করা। এই ৩০০০টি সফল ক্যাথল্যাব কেস আমাদের মেডিকেল টিমের দক্ষতা, নিষ্ঠা ও পরিশ্রমের প্রতিফলন।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল ক্যাথল্যাবের প্রধান কনসালট্যান্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. মো. আব্দুল মুত্তালিব, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির সভাপতি ও ডিন ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইএমসিএইচ উপ-পরিচালক ডা. বখতিয়ার আলম, পার্কভিউ হাসপাতালেন ফাইন্যান্স ডিরেক্টর ডা. মো. ইউসুফ, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. মো. শাহ আলম, ডা. মোহাম্মদ মুসা, ডা. মো. ছগীর, ডা. সালমা নাহিদ, ডা. সফিউল আলম, ডা. শওকত হোসেন, রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডা. মো. নাজিবুর রহমান (খোকন) এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের হৃদরোগ বিশেষজ্ঞগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মেডিকেল, মার্কেটিং ও প্রশাসনিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনারে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার বর্তমান অবস্থা ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতির প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm