চট্টগ্রামের পাহাড়তলীতে থানা লুটের অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে শপিং ব্যাগে মোড়ানো একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি, একটি ছুরি ও ধারালো দা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই ডাকাত হলেন—পারভেজ ও রিয়াজুর রহমান। তারা দুজনই কুমিল্লার বাসিন্দা হলেও পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
মঙ্গলবার (২৭ মে) রাতে ও বুধবার দুপুরে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী জেলে পাড়ার পিসি রোড এবং ঝোলাপাড়া থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী জেলেপাড়ার পিসি রোডে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় ১০ থেকে ১২ জন ডাকাত। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও পারভেজ নামে একজন ধরা খান। তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে একটি রিভালবার, পাঁচ রাউন্ড ৩২ কেলিবারের তাজা গুলি, একটি ধারালো ছুরি ও একটি ধারালো দা উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র গত ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট করা হয় বলে স্বীকার করে গ্রেপ্তার পারভেজ। এসব অস্ত্র ব্যবহার করে এতদিন তারা ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
এদিকে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তি, বুধবার দুপুরে পাহাড়তলীর ঝোলাপাড়া এলাকা থেকে ডাকাত দলের আরেক সদস্য রিয়াজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিজে