কক্সবাজারে লাখো রোহিঙ্গার সামনে মুগ্ধ গুতেরেস-ইউনূস

কক্সবাজারের উখিয়ায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘরর মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবির পরিদর্শন যান তারা। এর আগে দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আন্তোনিও গুতেরেস।

চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শরণার্থীশিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আন্তোনিও গুতেরেস।

পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোনো জনগোষ্ঠী আমি দেখিনি জানিয়ে তিনি বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে রমজান মাসে বাংলাদেশে এসেছি।

তিনি আরও বলেন, মানবিক সহায়তা কমানো একটি অপরাধ।রআন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলতে বসেছে। পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা খাতে ব্যয় দ্বিগুণ করছে৷ তারা আবার বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি জাতিসংঘের ‘অপরিসীম কৃতজ্ঞতা’ জানান। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী আমার জন্য একটি বিশেষ বিষয়। রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm