চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, যারা চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের কোনো দলীয় পরিচয় নেই। এদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি কখনোই এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে এক মাসের মধ্যেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তুলবে এবং অপরাধীদের কঠোর হাতে দমন করবে।
শনিবার (১৫ মার্চ) আনোয়ারা উপজেলার দোভাষী বাজার সংলগ্ন মাঠে রায়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে বীরের বেশে ফিরে আসবেন। তিনি যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিএনপি দিন-রাত কাজ করে যাচ্ছে। বিএনপির প্রতিটি কর্মসূচিই তারেক রহমানের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার মো. রফিকের সভাপতিত্বে এবং সদস্য মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, যুগ্ম আহ্বায়ক জাগির আহমদ, বিএনপি নেতা রফিক ডিলার, মোহাম্মদ কাশেম, আবদুল মইন চৌধুরী ছোটন, মোহাম্মদ লোকমান, ইউচুপ মাস্টার, আবদুল হক, দিল মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ ইসমাইল তালুকদার, মোহাম্মদ সাদেক, কনক চৌধুরী, আবু সালেহ, মামুন খান, নুরুল ইসলাম, মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম, বিএনপি নেতা ইলিয়াস, ইউনুস, মোহাম্মদ সাদেক, টিপ চৌধুরী, মাহমুদুল হক মেম্বার, মমতাজ সওদাগর, জামাল, শাহ জাহান, ফেরদৌস, মিজান, আবু ছৈয়দ, সালাউদ্দিন, মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, যুবদল নেতা নুরুল আমিন, শোয়েব, নুরুল কবির রানা, হোসেন শামসুল আলম, বাবলু খান, কামাল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খান রিপন, ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েম, রুবায়েত খান সিফাত, তারেকুল ইসলাম হেলাল, হান্নান, জামাল।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।