রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল অফিস (পাহাড়তলী) সরকারি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। সংরক্ষিত এই অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া বাইরের কোনো লোক প্রবেশ ও অফিসের অভ্যন্তরের ছবি প্রকাশ করা আইনত নিষিদ্ধ। তবে এসবের তোয়াক্কা না করে দলবল নিয়ে ছবি তোলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার অভিযোগে ছয় মাসের বেতন বৃদ্ধি বন্ধের (ইনক্রিমেন্ট) শাস্তি পেলেন অফিসের কর্মচারী এসএম-৩ মো.শামছুজ্জামান বাপ্পী।
মো. শামসুজ্জামান বাপ্পী এসএম-৪ থাকা সময়ে প্রায় ৪ বছর ধরে চট্টগ্রাম কন্ট্রোল অফিসে কাজ করছেন। গত ৪ মাস আগে এসএম-৩ এ পদোন্নতি পান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, অফিসের অভ্যন্তরের ছবি বাইরে প্রকাশ করা আইনত নিষিদ্ধ। তবে গত ১০ মার্চ অফিসের ভেতর দল বেঁধে রেলের নতুন সময়সূচি হাতে ছবি তুলে তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্টে পোস্ট করেন কন্ট্রোল অফিসে কর্মরত এসএম-৩ মো.শামছুজ্জামান বাপ্পী। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
গত ১৩ মার্চ সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামান সাক্ষরিত এক আদেশে মো.শামসুজ্জামান বাপ্পীর ছয় মাসের বেতনবৃদ্ধি স্থগিত করেন।
সিএম/ডিজে