কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় হামলা-ভাঙচুরের ঘটনায় টিকিটের দুই ইজারাদারসহ প্রায় ৭০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ইজারাদার দুজনই সাবেক ফুটবলার। তারা হলেন—মোহাম্মদ ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মামলায় দুই ইজারাদারদের নাম উল্লেখসহ ৫০০-৭০০ জন অজ্ঞাত দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।
মামলার বাদি ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন এজাহারের বরাত দিয়ে বলেন, মূলত ইজারাদাররা অতিরিক্ত লাভ, লোভ ও দুরভিসন্ধির কারণে গ্যালারির ধারণ ক্ষমতার তিন-চারগুণ টিকিট বেশি দামে বিক্রি করে। যার কারণে ইজারাদার ও তাদের সহযোগীদের সমর্থন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামের মতো রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর করে।
ক্রীড়া কর্মকর্তা এজাহারে উল্লেখ করেন, দুই ইজারাদারসহ অজ্ঞাতনামা ৫০০-৭০০ জন দুষ্কৃতকারী দাঙ্গা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেন এবং আক্রমণ করে গুরুতর জখম, অগ্নিসংযোগ, ভাংচুর করেন।
মামলার সাক্ষী করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সাত সদস্যকে।
এএইচ/ডিজে