চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজনে তিনদিনের বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে। এতে অংশ নেয় ৪৭ জন ছেলেমেয়ে। অংশগ্রহণকারীদের পরে সনদ বিতরণ করা হয়।
১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হওয়া এ কর্মসূচিতে মৌলিক কৌশল, মাঠে অবস্থান, বল নিক্ষেপ ও ক্যাচিংয়ের মত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ। পরে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে।
ক্যাম্প কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগ এবং জাতীয় দলের খেলোয়াড় ও প্রশিক্ষক জনি, ইমরান ও কামাল হোসেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে উপস্থিত ছিলেন সিজিকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক শাহবুদ্দিন আহমেদ শামিম ও সিজেকেএস কাউন্সিলর ও বেসবল ক্যাম্পের উদ্যোক্তা পরিচালক আদিল কবির, বেসবল ফেডারেশনের সার্টিফিকেট প্রাপ্ত চট্টগ্রাম জেলা বেসবল কোচ সিদ্দিক আল মামুন ও সহকারী কোচ আরমান হোসেন।
এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে বেসবলের সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
ডিজে