কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। পরে কক্সবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পদযাত্রাটি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
৬ লেনের দাবিতে আন্দোলনকারীরা বলেন, দুর্ঘটনার মৃ্ত্যুফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচিরই ৬ লেনে উন্নীত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা আর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হোক সেটা চাই না। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।
পদযাত্রা কর্মসূচিতে সাদা কাফন পরে সাবেক ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের নেতৃত্বে ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত তালুকদার, জুয়েল, বিল্পব চৌধুরী বিল্লু,আবদুর রহমান রকি, জীবন মিত্র রাজ, শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি সাইদুল হাসান, শাহাদাত হোসেন রুবেল অংশগ্রহণ করেন।
গত ৩১ মার্চ ও ২ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া নামক স্থানে পৃথক ২টি দুর্ঘটনায় ঘটনাস্থলে ১২ জন ও চিকিৎসাধীন অবস্থায় ৪ জনসহ ১৬ জনের প্রাণহানি ও ২৫ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ৬ লেনের দাবিতে মানববন্ধন ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিজে