রাঙ্গুনিয়ায় ফের লেবু চাষীকে হত্যা, গুলিতে আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক লেবু ব্যবসায়ীর হাত কেটে কনুই থেকে বিচ্ছিন্ন করার এক মাস পার না হতেই আওয়াইমং মারমা নামে আরেক লেবু চাষীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় বাগান পাহারায় থাকা আরও তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সরফভাটা ইউনিয়নের সীমান্তবর্তী বোয়ালখালী উপজেলার দুইজ্জাখালের লেমু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আওয়াইমং মারমা (৩৩) রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে।

আহতরা হলেন—একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

আহতদের সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তৎমধ্যে উসাইমং মারমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী। লেবু বিক্রি করেই তারা সংসার চালায়। সম্প্রতি ওই এলাকায় লেবু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা প্রতিরাতে রাত্রিযাপন করে বাগান পাহারা দিতেন। প্রতিরাতের মতো বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোরে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে।

সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে আওয়াইমং মারমার মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. শাহিন বলেন, ‘স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গত ১১ মার্চ একই ইউনিয়নের বড়খোলাপাড়া মনজারটিলা এলাকায় মো. নাছের (৩৫) নামে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে পৌনে দুই লাখ টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা।

এছাড়া ২৫ মার্চ মীরেরখীল বাজারে প্রকাশ্যে দিনদুপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে এটা ঠিক, কিন্তু পুলিশের তৎপরতা মোটেও ঝিমিয়ে পড়েনি। সন্ত্রাসী কার্যক্রম ও অপতৎপরতা দমনের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বিভিন্ন ইউনিয়নে টহল ও পুলিশি নজরদারী বৃদ্ধি করা হয়েছে। রাতে একাধিক টিম বিভিন্ন এলাকায় টহলে থাকে। অস্ত্রধারী, সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm