চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আব্দুল হালিম নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম (৭০) ওই এলাকার মৃত মনির আহমেদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল হালিম। এ সময় চলন্ত একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আইএমই/ডিজে