ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ দুজন গ্রেপ্তার কর্ণফুলীতে

চট্টগ্রামে বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন যুবলীগ নেতা রয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার দু’জন হলেন—চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের হাজী এজাহার মিয়ার বাড়ির জাকের আহম্মদের ছেলে মো. সাইফুদ্দিন (৪২) ও শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ ভান্ডারীর বাড়ির মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বি (২৩)।

এদের মধ্যে সাইফুদ্দিন কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক হিসেবে পরিচিত হলেও রাব্বির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানা পুলিশ ওই অভিযান চালায়। অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা চান্দগাঁও থানার একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তবে কর্ণফুলীর স্থানীয় বাসিন্দারা জানান, সাইফুদ্দিনকে দুপুরে বড়উঠান এলাকার নিজ বাড়ি থেকে এবং রাব্বিকে গ্রেপ্তার করা হয় আগের রাতে শিকলবাহা এলাকা থেকে। অভিযানে সিভিল পোশাকে কর্ণফুলী থানার পুলিশরা উপস্থিত ছিলেন।

তবে অভিযানে চান্দগাঁও থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের থানার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শুনেছি, তাদের কর্ণফুলী থানা পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।’

এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm