চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা প্রথম পত্রে ২১৯টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে আজ অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী ।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮৯ হাজার ৬১৫ জন, অনুপস্থিত ছিল ৭৮৭ জন। কক্সবাজারের ৩১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৮ হাজার ২৬৮ জন, অনুপস্থিত ছিল ১৯০ জন।
এছাড়া রাঙামাটির ২১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৬ হাজার ১৫১ জন, অনুপস্থিত ছিল ৬১ জন। খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে ৬ হাজার ৪৭২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৮৫জন। বান্দরবানের ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ৯৩৮, অনুপস্থিত ৫০ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন।
আরএ/ডিজে