চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে মো. হাবিব নওশাদ নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট বোন জাইমা সুলতানা নওশিন (৪) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর সুন্ধবী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওশাদ স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। তাদের পিতা আবদুল মোনাফ শাহমীরপুরের মৌলানা আসরাফ আলী শাহ বাড়ির বাসিন্দা। ছোট বোন নওশিন এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল দুই ভাইবোন। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খেলার সময় দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে স্বজনেরা চারদিকে খুঁজতে থাকেন।
দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্বজনেরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাবিব নওশাদকে মৃত ঘোষণা করেন এবং ছোট বোন নওশিনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির পিতা আবদুল মোনাফ বলেন, ‘আমরা নতুন বাড়িতে উঠেছি। ছেলে-মেয়েরা পুরাতন বাড়িতে খেলার জন্য গিয়েছিল। সেখানেই পুকুরে পড়ে যায় তারা।’
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মধ্যে শোক ও বিষাদের সুর বিরাজ করছে।
জেজে/ডিজে