বিস্ফোরক মামলায় কর্ণফুলীর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মো. ফয়সাল নামে কর্ণফুলী ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন কর্ণফুলী থান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ফয়সালকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট কাঁচা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে প্রথমে কর্ণফুলী থানায় নেওয়া হয়। তারপর চান্দগাঁও থানায় পাঠানো হয়।

মো. ফয়সাল (২৮) কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার বাসিন্দা। তিনি গনি আহমেদের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনদিন আগে তার বিয়ে হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

ওসি আফতাব উদ্দিন বলেন, ‘চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মো. ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে গত ৫ আগস্ট কর্ণফুলী থানাধীন এলাকায় কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি এবং থানায় এ বিষয়ে কোনো মামলা দায়েরও হয়নি। তবে মইজ্জারটেক পুলিশ বক্সে হামলার অভিযোগে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm