ঈদের বোনাস পাননি ১৮০০ শ্রমিক, ইপিজেডে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর ইপিজেড মোড়ে প্রায় ৩০০ শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে সকাল ১০টা ৪০ মিনিটে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শিল্প পুলিশ জানায়, জেএনএফ করপোরেশনের অধীন ‘মডেস্টি’ নামের কারখানার প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক ঈদ বোনাস না পাওয়ায় অসন্তোষে ফেটে পড়েন। মালিকপক্ষ ১৭ এপ্রিলের মধ্যে বোনাস দেওয়ার আশ্বাস দিলেও তা মেনে নিতে রাজি ছিলেন না শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেন। অবশেষে মালিকপক্ষের তরফে দ্রুততম সময়ের মধ্যে বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাৎক্ষণিকভাবে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনায় তারা বোনাস দেওয়ার জন্য ১৭ এপ্রিল পর্যন্ত সময় চাইলেও শ্রমিকরা তা মানতে চাননি। শেষ পর্যন্ত মালিকপক্ষের দ্রুত পরিশোধের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

বর্তমানে ওই এলাকায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm