ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী ও ইহুদি বসতকারীদের বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) নগরীর দুই নম্বর গেটস্থ বিপ্লবী উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘বিশ্ব মানবতা আজ বিশ্ব মোড়লদের নিষ্ক্রিয়তার কারণে ক্ষতবিক্ষত। কোনো ধর্ম নয়, যারা এই বর্বরতা চালাচ্ছে, তারাই মানবতার শত্রু।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা উচিত। জাতিসংঘের নীরব ভূমিকা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলছে। ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে জাতিসংঘের উচিত ইসরায়েলকে উপযুক্ত শাস্তির আওতায় আনা।’
এ সময় তিনি দেশের জনগণকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হাসান প্রমুখ।