সিইউজের সভায় সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির সভায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নেতৃবৃন্দ। রবিবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত সভায় তারা বলেন, প্রকাশ্যে এভাবে একজন সাংবাদিককে হত্যা সভ্য সমাজে অকল্পনীয়। এ ঘটনায় দেশের সাংবাদিক সমাজ পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা ও গভীর উদ্বেগে রয়েছেন।

নেতারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক হত্যাসহ এ ধরনের অপরাধ বেড়ে গেছে। তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বক্তব্যে আরও বলা হয়, গায়েবি মামলার মাধ্যমে এক শ্রেণির সুবিধাভোগী দেশের অস্থিতিশীলতা বাড়িয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

সভায় দেশে চলমান অস্থিরতা ও সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে দ্রুত গ্রহণযোগ্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবিও তোলা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সবুর শুভ। বক্তব্য দেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মোহাম্মদ সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm