পুলিশ সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, গ্র্যান্ডমাস্টার প্যারেডে সিএমপি কমিশনার

মাসব্যাপী শারীরিক কসরত ও প্রস্তুতির পর দামপাড়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ডমাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ড্রিলিং, মার্চিং, রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, কালার ও ক্লোজ গার্ডসহ নানা প্রদর্শনীতে অংশ নেন সিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা।

পুলিশ সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, গ্র্যান্ডমাস্টার প্যারেডে সিএমপি কমিশনার 1

১০ আগস্ট (রোববার) প্রধান অতিথি সিএমপি কমিশনার হাসিব আজিজ সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। নেতৃত্ব দেন নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের এসি মো. মারেফুল করিম।

এসময় সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণকে উন্নতসেবা দিতে চ্যালেঞ্জ মোকাবেলার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm