কেইপিজেডে শ্রমিকদের বাস উল্টে আহত ২০

চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় বাস উল্টে ২০ গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কেইপিজেডের কেপিপি-২ এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

কেইপিজেডে কর্মরত এক নিরাপত্তাকর্মী জানান, ছুটি হওয়া পর ফেরার পথে হঠাৎ শ্রমিকবাহী বাসটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা শিল্প পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কেউ গুরুতর আঘাত পাননি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm