চট্টগ্রাম-কক্সবাজার রুটের দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে নতুন নিয়মে চলবে ট্রেন দুটি।

মঙ্গলবার (২৯ জুলাই) পরীক্ষামূলকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকের সই করা এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

দুটি ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম ছেড়ে যাবে ভোর ৫টা ৫০ মিনিটে, এটি বর্তমানে সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম ছেড়ে যায়। আর কক্সবাজার থেকে ‘প্রবাল এক্সপ্রেস’ ছেড়ে আসবে সকাল ১০টায়, এটি কক্সবাজার থেকে বর্তমানে ছাড়ে ১০টা মিনিটে।

‘সৈকত এক্সপ্রেস’ ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামে। আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm