চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন ঢাকার ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডার সামিট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার একটি রেস্টুরেন্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন-ঢাকা’র প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, সিডিএফ মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে যুগোপযোগী ভূমিকা রাখছেন।
বিশেষ অতিথি ছিলেন হায়াত হোল্ডিংস (প্রা.) লিমিটেডের মাস্টার মেরিনার ও চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শওকত হোসেন চৌধুরী।
প্রতিষ্ঠানটির ঢাকা’র চেয়ারম্যান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য মোহাম্মদ শাহাদাত হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেনআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্বাস উদ্দিন। চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মোমিনুল হক, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ ঢাকার মেডিকেল ডাইরেক্ট, সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইলিয়াছ লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
এসময় সিডিএফ পরিবারের সদস্য শিশির মজুমদার , মোহাম্মদ শিহাব উদ্দিন, খলিল খান, জুবায়ের মঞ্জুর, অ্যাডভোকেট নওশেদ আলম, ডা. সফিউল্লাহ নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাতকানিয়া-লোহাগাড়ার মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের সহায়তার লক্ষ্যে ২০১০ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন (সিডিএফ)।
২০১০ সাল থেকে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ডিজে