চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর মোড় এলাকা থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বিমানবন্দর মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. মনির নামে আরও একজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেজে/ডিজে