চন্দনাইশে দু’পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে দু’পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে মারা গেছেন গুরা মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সাংগু ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরা মিয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আবু ছৈয়দের ছেলে। ছয়-সাত মাস আগে তিনি কাজের খোঁজে দোহাজারীতে আসেন।

জানা গেছে, প্রতিদিন রাতে সাঙ্গু ব্রিজের দক্ষিণপাড়ায় ব্রিজের নিচে ও রোহিঙ্গা কলোনিতে নিয়মিত জুয়ার আসর, মদ, ইয়াবার আসর বসে। প্রতিদিনের মতো রোববার রাতেও এসব আসর বসেছিল। জমজমাট জমে ছিল জুয়ার আসর। রাতে জুয়ার আসরে টাকার ভাগ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এসব দেখার জন্য দু’পাড়ে গভীর রাতে উৎসুক জনতা ভীড় জমায়। দোহাজারী সাংগু পাড়ের শ্রমিক গুরা মিয়া (২২) সংঘর্ষে দেখতে অন্যদের সঙ্গে যান। সেখানে দৌড়াদৌড়ির এক পর্যায়ে ভয়ে ব্রিজ থেকে তিনি নদীতে লাফ দেন। পরদিন রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা নদীতে গোসল করতে গেলে তার লাশ ভাসতে দেখেন।

পরে লাশটি উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm