কর্ণফুলীতে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ‘নাটক’, মূলহোতা কারাগারে

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি প্রতিষ্ঠানের ১৩ লাখ টাকা আত্মসাতের পর ছিনতাই নাটক সাজানোর পরও মূলহোতা সেই কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানিয়েছে, ওই কর্মচারী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে দাবি করলেও মূলত তিনিই ওই টাকা আত্মসাৎ করেন বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তার অভিযুক্ত মো. সেলিম (৩৩) কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তমিজ ফকির বাড়ির বাসিন্দা। তিনি বিন হাবিব বিডি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত ৬ এপ্রিল বিন হাবিব বিডি লিমিটেডের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. সালে নুর ওরফে সাজ্জাদ (৪৪) বাদি হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় সেলিমকে প্রধান আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ।

এজাহার সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ৩ এপ্রিল (বৃহস্পতিবার) এবং পরদিন ৫ এপ্রিল (শনিবার) স্থানীয় বিভিন্ন বিক্রয় পয়েন্ট থেকে ৩ এপ্রিল মা এন্টারপ্রাইজ থেকে ৫৭,৬০০ টাকা, কামাল এন্টারপ্রাইজ থেকে ৫১,২০০ টাকা, খাজা গ্যাস স্টোর থেকে ৮১,৯২০ টাকা, নেয়ামত শাহ এন্টারপ্রাইজ থেকে ৮৯,৬০০ টাকা এবং ৫ এপ্রিল খাজা সেলিম এন্টারপ্রাইজ থেকে ২৬,৮৮০ টাকা, মা এন্টারপ্রাইজ (পুনরায়) থেকে ৫১,২০০ টাকা, কামাল এন্টারপ্রাইজ (পুনরায়) থেকে ২৬,৮৮০ টাকা, নেয়ামত শাহ এন্টারপ্রাইজ (পুনরায়) থেকে ৯৩,৪০০ টাকা, এবি ট্রেডার্স থেকে ৭১,০০০ টাকা এবং শাহ মজিদিয়া থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকাসহ গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রির মোট ১৩ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা সংগ্রহ করেন সেলিম।

পরদিন দুপুরে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন হাবিবকে ফোন করে তিনি জানান, টাকা ছিনতাই হয়ে গেছে।

তবে ঘটনার পরপরই কোম্পানির কর্মকর্তারা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জানতে পারেন, ছিনতাইয়ের কোনো ঘটনাই ঘটেনি। বরং সেলিম নিজেই টাকা আত্মসাৎ করেছেন এবং তা গোপন রাখতে ছিনতাইয়ের নাটক সাজান। প্রাথমিকভাবে তিনি টাকাগুলো ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা আর পরিশোধ করেননি।

ঘটনার পর পুলিশ সেলিমকে আটক করে এবং কোম্পানির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি মো. শরীফ বলেন, ‘ছিনতাই নয়, এটি ছিল টাকা আত্মসাতের ঘটনা। আমরা সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি। তদন্ত অব্যাহত রয়েছে, পরে বিস্তারিত জানাতে পারব।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm