চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে সবুজ খন্দকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) রাতে ছুরি মেরে স্ত্রীকে হত্যার ছয় ঘণ্টা পর রাত ১০টার দিকে বন্দর থানার ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত চাঁদনী আক্তার (২২) সিইপিজেডের ‘এভারটুবি বাংলাদেশ লিমিটেড’ নামে একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। তিনি খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁনমিয়ার মেয়ে।

জানা গেছে, শনিবার নগরীর বন্দর থানা এলাকায় মধ্যম হালিশহরে অফিস থেকে বাসায় ফেরার পথে চাঁদনীকে ছুরি মেরে হত্যা করে সবুজ। চাঁদনির সঙ্গে সবুজের ২০২৩ সালে বিয়ে হয়। তাকে সবুজ প্রায়ই নির্যাতন করতেন। মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে বেশ কিছুদিন আগে তিনি আশ্রয় নেন মামার বাসায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, হত্যার ঘটনার পরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর স্বামী এ হত্যাকাণ্ডের জড়িত থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি চাঁদনীকে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm