জোড়া খুনের মামলায় গ্রেপ্তারের নির্দেশ, ফের ৫ দিনের রিমান্ডে ছোট সাজ্জাদ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় শীর্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে বাকলিয়ার জোড়া খুনের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার দুই সহযোগীর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় গত ১৬ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় বাকলিয়া থানায় দায়ের করা মামলায় ছোট সাজ্জাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তাহসিন হত্যা মামলায় পুনরায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে কালো রংয়ের একটি গাড়িতে করে আসা লোকজন। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এছাড়া জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মো. বেলাল ও মানিককে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ মার্চ রাতে রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৯ মার্চ রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দু’জন নিহত হন। এই জোড়া হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাজ্জাদের নাম উঠে আসে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm