সাতকানিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় মানসিক প্রতিবন্ধী মহিলাকে (৫০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম দেলোয়ার হোসেন (২২)। তিনি চরতি ইউনিয়নের পাশের উপজেলা বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার জলিয়ার বর বাড়ির আব্দুর রশিদের ছেলে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার চরতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুলাতুলি বাজারের পূর্ব পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টার দিকে ওই মানসিক প্রতিবন্ধী নারীর বসতঘরে যান দেলোয়ার হোসেন। এ সময় ৫০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মহিলার শোর চিৎকার শুনতে পেয়ে ঘরের পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে এক যুবককে অন্ধকারে পালিয়ে যেতে দেখে সবাই। ওই প্রতিবন্ধী নারীর ইশারা ইঙ্গিতে এলাকাবাসী বুঝান, পালিয়ে যাওয়া ছেলে তাকে ধর্ষণ করেছে। তবে এলাকার লোকজন তাৎক্ষণিক পালিয়ে যাওয়া যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি।

৪ এপ্রিল আনুমানিক ২টার দিকে ওই যুবক আবারও প্রতিবন্ধী নারীর ঝুপড়ি ঘরে প্রবেশ করলে আগের মত ওই নারী আবার চিৎকার শুরু করে। চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে দেলোয়ারকে হাতেনাত ধরে পিটুনি দিলে সে ধর্ষণের কথা স্বীকার করে।

পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক দেলোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার দেলোয়ার মানসিক প্রতিবন্ধী ওই নারীকে একাধিকবার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm