খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চকবাজার থানা যুবদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ডিসি রোডের মিয়ার বাপের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সাবেক সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সহ সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শেখ কামাল আলম।

মিলাদ ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম। সঞ্চালনায় ছিলেন চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল।

উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল জলিল, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, চকবাজার থানা যুবদল নেতা সাদ্দামুল হক সাদ্দাম, মো. সোবাহান, চকবাজার থানা যুবদল নেতা মো. বাবুল, বাকলিয়া থানা যুবদল নেতা মিজানুর রহমান, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন আবিদ, ওমর ফারুক রানা, ছাত্রদল নেতা মোহাম্মদ শাকিল, বাকলিয়া থানা যুবদল নেতা মো. ফরিদ, রাসেল করিম, মো. রহিম মিনু, নুরুল কবির বাপ্পি, ওমর শরীফ, দুলাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. খোকন, মোহাম্মদ জসিম উদ্দিন, নুরুজ্জামান বাবলু, মো. জাবেদ, মো. মহসিন, মো. মিন্টু, সিরাজ খান রাজু, আব্দুল হামিদ, রাজু আহমেদ, মো. নয়ন, মো. জাকির, ফাহিম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm