মামলার হাজিরা দিয়ে ফেরার পথে বাদিকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে ছেলের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মামলার বাদিকে পিটিয়ে হত্যা করেছে আসামিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টায় গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাহের আলী (৫০)। তিনি পূর্ব বড়ঘোনার শের আলীর ছেলে। এই ঘটনার পর গন্ডামারা ইউনিয়নজুড়ে রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি ওই মামলার বাদি।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে দোকান লুট ও ধানের খড়ের স্তুপ পুড়িয়ে দেওয়া এবং ছেলের ওপর হামলার অভিযোগে পূর্ব বড়ঘোনার মোজাহের আলী বাদি হয়ে ২৩ জনকে আসামি করে একই গ্রামের মোহাম্মদ কালুর ছেলেসহ হামলাকারীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেন।

ওই ঘটনায় মোহাম্মদ কালুর ছেলে আব্দুর রহমানসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তার আসামিদের জামিন শুনানির দিন ধার্য ছিল। ওই শুনানিতে কালুর ছেলেসহ অন্যদের জামিন মঞ্জুর হয়নি।

মামলায় মোজাহের আলী আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন রাত ৯টায়। তিনি বাড়ির অদূরে পূর্ব বড়ঘোনা এলাকায় পৌঁছলে, ওই সময় আসামিপক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। হামলার এক পর্যায়ে তাকে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। মৃত্যু নিশ্চিত করে খুনিরা পালিয়ে যায়।

এ খবর শুনে গ্রামবাসীরা রাতে তার লাশ পুকুর থেকে উদ্ধার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে নিহত মোজাহের আলীর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm