রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের সভায় ফুটবল ফেস্ট ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে আলোচনা

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ২০২৫-২৬ রোটারি বর্ষের নিয়মিত সভা শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিং রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের চলতি বর্ষের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু।

সভায় উপস্থিত ছিলেন ক্লাব সচিব ও ২০২৬-২৭ বর্ষের নির্বাচিত সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস। রিপসা টিমের কার্যক্রম ও ক্লাবের চলমান উদ্যোগ নিয়ে আলোচনা করেন রিপসা ডেপুটি কো-অর্ডিনেটর ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান। মেম্বারশিপ ডেভেলপমেন্ট মাস উপলক্ষে বক্তব্য দেন সাবেক সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল কাদের বিপ্লব।

সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান রিদওয়ানুল করিম তুষার, মোহাম্মদ মাইনুদ্দীন রতন ও শোয়েব উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য দেন রোটারিয়ান ইকরামুল হুদা তানভীর, মোহাম্মদ ওবায়দুল হক মনি, ডা. গোলাম জিলানী জুয়েল, ফজলে রাব্বি সিনান এবং রোটারএক্টর শাহরিয়ার কবির।

সভায় সবাই আসন্ন ‘ফুটবল ফেস্ট’ ও ‘ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস’ প্রজেক্ট নিয়ে মতামত দেন। এছাড়া অন্যান্য সদস্য, রোটারএক্টর এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

সভাপতি পারিবারিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বারোপ করেন এবং আগতদের ধন্যবাদ জানিয়ে সদস্যদের আগামী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm