খুনের মামলায় ‘সন্ত্রাসী’ সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে আরও একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এই আদেশ দেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট নগরীর বাকলিয়া এলাকার মাদ্রাসা ছাত্র নিজাম উদ্দিনে নিহতের ঘটনায় তার বাবা সাহাব উদ্দিন মামলা করেন। সেই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ নিজমা উদ্দিন হত্যায় সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। পরে তদন্ত কর্মকর্তা এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

এদিকে সাজ্জাদ রাজশাহী কারাগারে আর তামান্না রয়েছেন ফেনী কারাগারে রয়েছেন। তাদের চট্টগ্রাম আদালতে নিরাপত্তার কারণে হাজির না করা হলেও ভার্চ্যুয়ালি শুনানি শেষে আদালত খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

আরও জানা গেছে, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯ মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুঁড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা বলেন তামান্না। সেই বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

আইএমই/ডিজে

ksrm