দীপু দাসের জন্য কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা সভা

ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদ জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির মন্দিরে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় শতশত সনাতনী অংশগ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত বিশ্বাস মন্টু, সহ -ভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, চন্দন দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিল গুহ, লায়ন রবিশংকর আচার্য্য, প্রকৌশলী সঞ্জিব বৈদ্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ দে, দুলাল মল্লিক, সহ সম্পাদিকা উষা আচার্য্য, মৌসুমী চৌধুরী, সহ সাংস্কৃিতক সম্পাদিকা মৌসুমী দাশ, ছায়াবিথি, রাসেল চৌধুরী, সাজু দাশ, চট্টগ্রাম মহানগর কমিটির মহিলা সম্পাদিকা দীপা দাশ, নারায়ন দে-সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সনাতনীদের টার্গেট করে কেন বারবার ধর্ম অবমাননার ঘটনা ঘটে, সেটা তদন্ত করা উচিত। সাম্প্রদায়িক এসব ঘটনা বন্ধে কার্যকর আইন এবং বিচার না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।

এছাড়া দিপু চন্দ্র দাসকে নিয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানানো হয় এবং তা প্রত্যাখান করা হয়।

অবিলম্বে সারাদেশে জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

ksrm