তাওহিদুল উম্মাহ মাদরাসার হিফজ সমাপনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সদরঘাটের তাওহিদুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও হিফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান সম্পন্ন হয়েছে।

তাওহিদুল উম্মাহ মাদরাসার হিফজ সমাপনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 1

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় আইস ফ্যাক্টরি রোডের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান আলোচক ছিলেন পটিয়ার আল-জামেয়া আল ইসলামিয়ার মুহতামিম হযরত মওলানা আবু তাহের নদভী কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বয়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আল-আযাহারী, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউছার হোসেন বাবু, ৩০ নম্বর ওয়ার্ড পূর্বমাদারবাড়ির কাউন্সিলর পদপ্রার্থী মো. সাঈদুর রহমান সাঈদ, রেলওয়ে স্টেশন কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, আল হামিম ইন্সটিটিউশনের প্রিন্সিপাল আরিফুল ইসলাম ও কলামিস্ট নাজিমুদ্দিন চৌধুরী এ্যানেল।

এসময় উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপি নেতা জামসেদ হায়দার, সাবেক মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন, সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. রাশেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো. কামাল, শ্রমিক নেতা রাইসুল ইসলাম রুমন, ফজলুল হক রোমেল, নজরুল ইসলাম,সিরাজ, ছাত্রনেতা মো. শামছুজ্জামান বাপ্পী, সদরঘাট থানা মৎস্যজীবী দল নেতা টিটু।

আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. কাশেম, মো. জিয়াউদ্দিন, মো. হারুন, মো. শাহীন, মো. মেহেরাজ, মো. জামাল, মো. জহির, রবিউল ইসলাম রাজু, মহসিন, খোকন।

ksrm