দেড় যুগে টিসিজেএ: সাফল্যের উৎসবে বর্ষসেরা ক্যামেরা সাংবাদিকরা

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের দেড় যুগের পথচলা পেরোনোর সন্ধিক্ষণে সাংবাদিকতার সাফল্য ও ভবিষ্যৎ স্বপ্নকে সামনে রেখে নগরীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য উৎসব ও বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ‘সতেরোর সফলতা, আঠারোর স্বপ্নযাত্রা’ শ্লোগানে আয়োজিত এই আয়োজনে একদিকে সংগঠনের অর্জনের হিসাব, অন্যদিকে দায়িত্বশীল ক্যামেরা সাংবাদিকতার গুরুত্ব উঠে আসে নানা বক্তব্য ও সম্মাননায়।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি অফিসার্স ক্লাব চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, মাঠপর্যায়ে থেকে টিভি ক্যামেরা সাংবাদিকরা যে বাস্তবচিত্র তুলে ধরেন, তা সমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মতে, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা ইতিবাচক সামাজিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।

সভাপতির বক্তব্যে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব জানান, দেড় যুগে সংগঠন যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে রয়েছে সদস্যদের ঐক্য ও পেশাদারিত্ব। তিনি আগামীর পথচলায় টিসিজেএকে আরও সংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকারের কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন বলেন, এই আয়োজন টিভি ক্যামেরা সাংবাদিকদের কাজের স্বীকৃতি এবং নতুন করে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠান শেষে টিসিজেএ–ইস্পাহানি তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বেস্ট রিপোর্টিং বিভাগে প্রথম স্থান অর্জন করেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফয়সাল করিম ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট সঞ্চয় মল্লিক। দ্বিতীয় হন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোহসেনাত শিহাব ও ভিডিও জার্নালিস্ট সনজীব দে বাবু এবং তৃতীয় স্থান পান এস এ টিভির চট্টগ্রাম প্রতিনিধি সোহাগ কুমার বিশ্বাস ও ভিডিও জার্নালিস্ট অমিত দাস।

বেস্ট ডকুমেন্টারি বিভাগে প্রথম স্থান অর্জন করেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ক্যামেরাপার্সন শফিক আহমেদ সাজীব, দ্বিতীয় হন এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট সঞ্চয় মল্লিক এবং তৃতীয় হন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ক্যামেরাপার্সন মো. নাজিম উদ্দীন। তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিংয়ে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

ksrm