রাউজানে বসতঘরের সিলিং থেকে দেশীয় এলজি ও কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে একটি বসতঘর থেকে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো ঘরের সিলিংয়ের সঙ্গে গুঁজে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ আসার খবর পেয়ে অস্ত্রের মালিক নুরুল আমীন ওরফে কালু (৪০) কৌশলে পালিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছিলেন। অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ঘরের সিলিংয়ে লুকিয়ে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, অস্ত্র ও কার্তুজ উদ্ধার করলে আসামি কৌশলে পালিয়ে যায়। তবে তাকে ধরতে অভিযান চলছে।

ডিজে

ksrm