গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।
শুক্রবার (৮ আগস্ট) সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের প্রবল প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘মানবতা বিরোধী এ ধরনের নারকীয় ঘটনা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এমন নির্মমতা সমাজের সভ্যতার স্তরই প্রশ্নবিদ্ধ করে তোলে। অপরাধীরা যে কতটা বেপরোয়া ও শক্তিশালী হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রের কতটুকু অক্ষমতা এ ধরনের ঘটনায় প্রকাশ পায়, তা গভীর চিন্তার বিষয়।’
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। তুহিন দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন।
সিইউজে নেতারা বলছেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাই জরুরি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন এবং দ্রুত সুষ্ঠু বিচার দাবি করছি।’
তারা তুহিনের রূহের মাগফিরাত কামনা করে তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।