চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক আজকের পত্রিকার ফটো জার্নালিস্ট মো. হেলাল সিকদারের পিতা মুফিজুল হক সিকদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন মুফিজুল হক সিকদার।
হেলাল সিকদারের পিতা মুফিজুল হক সিকদার (৮৫) দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।
শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক শোক বার্তায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সাংবাদিক হেলাল সিকদারের পিতার মৃত্যুর ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তার পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার শক্তি দেন—এ কামনা করছি।