চট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ ও রোটারি ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেন।
শুক্রবার (৮ আগস্ট) ফটিকছড়ির মোহাম্মদ তকির হাট ফতেপুর গ্রামে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং অভিযাত্রিক পরিষদ ফটিকছড়ির সার্বিক সহায়তায় এ শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরে বিনামূল্যে চক্ষু সেবা, চোখের ছানি অপারেশন, ডায়াবেটিস টেস্ট, রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ১৭ নং জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন। রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, কাজি হাসানুজ্জামান সান্টু, আব্দুল কাদের বিপ্লব, ইকরামুল হুদা তানভীর, ফজলে রাব্বি সিনান, ইনসেফা হান্না ও শায়লা মাহমুদ।
এছাড়াও অভিযাত্রিক পরিষদের কার্যকরী সদস্যরা শিবিরে অংশ নেন।