আদ্রিতার মৃত্যুতে সেন্ট স্কলাস্টিকাসের ‘সচেতন অভিভাবকবৃন্দ এডমিন প্যানেল’র শোক

চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আদ্রিতা দাশের মৃত্যুতে শোক জানিয়েছে ‘সচেতন অভিভাবকবৃন্দ এডমিন প্যানেল’।

আদ্রিতার মৃত্যুতে সেন্ট স্কলাস্টিকাসের ‘সচেতন অভিভাবকবৃন্দ এডমিন প্যানেল’র শোক 1

বুধবার (৬ আগস্ট) সকাল ৮টায় নগরীর পাথরঘাটায় স্কুলের সামনে ব্যানার টাঙিয়ে ও এক নীরবতা পালন করেন অভিভাবকরা।

আদ্রিতার মৃত্যুতে সেন্ট স্কলাস্টিকাসের ‘সচেতন অভিভাবকবৃন্দ এডমিন প্যানেল’র শোক 2

এ সময় সংগঠনের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা আদ্রিতার আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

আদ্রিতা দাশ স্কুলের ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার ছাত্রী ছিল। গত ১০ জুলাই ডায়রিয়া এবং পেট ব্যথায় আক্রান্ত হলে তাকে রয়েল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।

এরপর ১৫ জুলাই সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হসপিটালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ‘মাল্টি অর্গান ফেলিও’র হলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন ৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আদ্রিতা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm