চুয়েটে ২ দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’ শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৫’।

শুক্রবার (৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই ফেস্টের ব্যবস্থাপনায় রয়েছে চুয়েট ক্যারিয়ার ক্লাব। এবারের আয়োজনে শিক্ষার্থীদের জন্য রয়েছে পেশাগত উন্নতির নানা ধরনের কর্মশালা, আলোচনা ও যোগাযোগের সুযোগ।

এদিন সকালে ২৪টি দল ও ৫০ জনেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন হয়। প্রথম দিনের সূচিতে রয়েছে কেস কম্পিটিশনের পাশাপাশি বিসিএস, উচ্চশিক্ষা, ব্যাংক চাকরি এবং উচ্চতর গবেষণা বিষয়ক সেমিনার।

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ হবে চাকরি মেলা। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বসবে দেশের শীর্ষস্থানীয় ১১টি প্রতিষ্ঠানের স্টল। এতে আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি কথা বলে চাকরির সুযোগ ও সুবিধা সম্পর্কে ধারণা নিতে পারবেন।

এছাড়া একইদিনে উচ্চতর গবেষণা ও উদ্যোক্তা হওয়ার কৌশল নিয়ে আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে। দিন শেষে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে থাকছে ‘ক্যারিয়ার কথন’ অনুষ্ঠান, যেখানে শোনা যাবে সফলতার অনুপ্রেরণামূলক গল্প। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হবে দুইদিনব্যাপী এই ক্যারিয়ার উৎসব।

অংশগ্রহণকারী টিম ‘প্রত্যয়’-এর সদস্য আতিফ আলম বলেন, আজকের ক্যারিয়ার ফেস্টে কেস কম্পিটিশনে অংশ নিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছি। চুয়েটে এমন আয়োজন আরও হওয়া উচিত বলে আমি মনে করি।

মেট্রোমাইন্ড টিমের আরেক প্রতিযোগী সামিয়া তাসফিয়া হক জানান, প্রথমবারের মত ক্যারিয়ার ক্লাবের কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কিভাবে সবার সামনে প্রেজেন্ট করতে হয়, কথা বলতে হয় শিখেছি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের শিক্ষাব্যবস্থার জন্য নতুন একটি মডেল তুলে ধরেছি। সবমিলিয়ে বেশ ভালো লাগছে।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. আলী হাসান তুহিন বলেন, চুয়েট ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ উৎসবমুখর পরিবেশে চলমান রয়েছে। এবারের আয়োজনের মূল আকর্ষণ ট্যালেন্ট হান্ট ২০২৫, বিসিএস ও ব্যাংক জব সেশন, হায়ার স্টাডিজ, রিসার্চ সেশন, পাবলিক টক এবং জব ফেয়ার। ক্লাব সদস্য, শিক্ষক প্যানেল ও অতিথিদের সহোযোগিতায় আয়োজক হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করছি, এ আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেবে।

এনএন/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm