চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মোড়ে রাস্তা খোঁড়াখুঁড়ির সময় গ্যাসলাইনের পাইপ ফেটে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় সড়কে যান চলাচল এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহও বন্ধ হয়ে যায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ষোলশহর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত, আগুন নেভাতে যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)।
জানা গেছে, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট নেভানোর চেষ্টা করে। তখন তারা আগুন নেভাতে পারেনি। এ ঘটনার পর আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
কেজিডিসিএল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান জানান, আমাদের যতদূর সম্ভব ধারণা, টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়ি থেকে গ্যাসের পাইপলাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই আগুন। আমরা ওই এলাকার গ্যাসলাইন বন্ধ করে দিচ্ছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করার পর ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করে সংস্কার করা হবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে গ্যাস লাইন ঠিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
আইএমই/ডিজে