চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার টৈইটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল উদ্দিন (৪২) ওই এলাকার আহমদ হোছাইনের ছেলে। তিনি চার সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রমিজ পাড়ার কলাবাগানের পুকুর থেকে সেচ পাম্প বসিয়ে পার্শ্ববর্তী বিলে পানি দিচ্ছিলেন। এসময় সেচ পাম্পের মেসিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পরে যান তিনি।

পরে স্থানীয় লোকজন পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক জামাল উদ্দিন মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm