খাগড়াছড়িতে ৩ বছরের শিশুসন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নারীর নাম সাবিনা ইয়াসমিন রানী (২৮)। নিজেই বাড়িওয়ালাকে ডেকে হত্যার তথ্য জানান।
পুলিশ জানায়, মা হত্যার কথা স্বীকার করেছেন এবং নিজের জীবনেরও ক্ষতি করার চেষ্টা করেছেন। শিশুটির লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমানের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বাসিন্দা। ওষুধ কোম্পানিতে চাকরির সূত্রে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়িতে থাকেন। পরিবারে তাদের ৬ বছর বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে।
নিহত শিশুর চাচা মো. মফিজুর রহমান জানান, প্রথম সন্তান জন্মের পর থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন সাবিনা ইয়াসমিন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, কী কারণে এবং কেন এমন নির্মম হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিজে