চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কবে নাগাদ জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদে কোন বিষয়টিকে প্রধান্য দেওয়া হবে—জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা এখনো কোর্টের আদেশ হাতে পাইনি। পেলে যেকোনো দিন আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত তদন্তের স্বার্থেই এ জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে জিজ্ঞাসাবাদে কোন বিষয়টিকে প্রধান্য দেওয়া হবে, তা জানাননি এসআই মাহফুজুর রহমান।

গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর পরপরই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।

আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। ওই সময় ক্ষোভে ফেটে পড়েন চিন্ময়ের সমর্থকরা। বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। আইনজীবীদের ওপর হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন আলিফের ভাই খানে আলম। যেখানে ১১৬ জনকে আসামি করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm