পাওনা টাকা নিয়ে বিরোধ, বন্ধুর ছুরির আঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরির আঘাতে বন্ধু খুন হয়েছে।

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ মানিক (৩২)।

সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যরা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মানিক একই ইউনিয়নের ভিংরোল গ্রামের বাসিন্দা মোহাম্মদ ছৈয়দের ছেলে।

অভিযুক্ত ঘাতক মো. রাসেল (৩০) তার ঘনিষ্ঠ বন্ধু।

পুলিশ জানায়, মানিক দীর্ঘদিন ধরে রাসেলের কাছে এক লাখ টাকা পাওনা ছিলেন। টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার রাতে মানিক পাওনা চাইতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। তখন রাসেল ছুরি দিয়ে মানিককে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মানিক ও রাসেল খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’

মানিকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm