যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। অবিলম্বে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানান সংগঠনটির নেতারা।
শনিবার (১৫ মার্চ) নির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্ষোভ জানিয়ে সিইউজে নেতারা বলেন, রমজানের এ সময় পত্রিকাটির ডিক্লয়ারেশন বাতিল করে হাজারো সংবাদকর্মীর পেশাগত জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। যা কোনোভাবে কাম্য হতে পারে না।
অনতিবিলম্ব পত্রিকাটির প্রকাশনা চালু এবং সংবাদকর্মীদের যথানিয়মে বেতন-বোনাস পরিশোধের জোর দাবি জানান সংগঠনের নেতারা।
সিইউজে সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি স ম ইব্রাহিম, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরওয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।
সাংবাদিক রূপম চক্রবর্তীর মায়ের মৃত্যুতে শোক
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও সিনিয়র আলোকচিত্র সাংবাদিক রুপম চক্রবর্তীর মা শান্তি চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ।
সোমবার (১৭ মার্চ) এক শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শান্তি চক্রবর্তী বার্ধক্যজনিত রোগসহ নানা জটিলরোগে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চার ছেলে ও পাঁচ কন্যা রেখে গেছেন।
শনিবার রাতে নগরের বলুয়ারদীঘি মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।