গোপন বৈঠক থেকে আরসা প্রধানসহ ১০ জন গ্রেপ্তার, তিনজন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের
নাশকতা কর্মকাণ্ড করতে গোপন বৈঠকের সময় মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্বার জুনুনিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে আদালত দুই মামলায় ছয়জনকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে তিন নারী ও এক কিশোর রয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঈনুদ্দিন কাদিরের আদালত এ আদেশ দেন।
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জুনুনি ও তার পাঁচ সহযোগীকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। এর আগে সোমবার (১৭ মার্চ) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—মিয়ানমারের আরসাপ্রধান ও আরাকান রাজ্যের বাসিন্দা আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর আলগী এলাকার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), আসমত উল্লাহ (৪০) ও মো. হাসান (৪৩)।
এছাড়া আরও আছেন সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও মোসাম্মত শাহিনা (২২)। এদের সঙ্গে আরাকান রাজ্যের ১৫ বছর বয়সী এক কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরীও আছে।
এদের মধ্যে সলিমুল্লাহ, মোসাম্মত শাহিনা ও ১৭ বছর বয়সী কিশোরী কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৬ মার্চ দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় ও ময়মনসিংহ সদর থানার নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির কিছু সদস্য নাশকতামূলক কর্মকাণ্ড ও অপরাধ সংঘটনের লক্ষ্যে গোপন বৈঠক করছে বলে সংবাদ পাওয়া যায়। সংবাদের ভিত্তিতে নারী-শিশুসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান জানান, দুটি মামলায় ছয়জনকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
র্যাব-১১ জানায়, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি চাকু, ধারালো স্টিলের মোটা চেইনও পাওয়া গেছে তাদের কাছ থেকে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
ডিজে